ইরানের সাম্প্রতিক হামলার জবাব দিতে দেশটিতে ইসরাইলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে আমেরিকার অতিগোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। স্পর্শকাতর এসব নথি ফাঁসের বিষয়ে বিস্তারিত তদন্ত করছে আমেরিকা। নথি সম্পর্কে পরিচয় রয়েছে এমন তিনটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সম্ভাব্য হামলার প্রস্তুতির বর্ণনা রয়েছে নথিগুলোতে। এগুলোর একটিতে বলা হয়, এ নথি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনস্থ সংস্থা ‘ন্যাশনাল জিওসপ্যাটিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি’। নথির তথ্য অনুযায়ী, পরিকল্পনার আওতায় ইসরাইল তার অস্ত্রশস্ত্র মোতায়েন করছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানপন্থি টেলিগ্রাম চ্যানেল মিডল ইস্ট স্পেকটেটরে ওই নথিগুলো ফাঁস হয়। নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে শুক্রবার থেকে অনলাইনে এসব নথি ছড়িয়ে পড়তে থাকে।

মার্কিন গণমাধ্যম ওই নথিগুলোর সত্যতা নিশ্চিত করেনি। আর পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিসও এ নিয়ে মুখ খোলেনি। তবে সিএনএন জানিয়েছে, অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েলেও এ নিয়ে হইচই পড়ে গেছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন, নথি ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র বলছে, নথি ফাঁস হয়ে যাওয়া উদ্বেগের তবে এতে ইরানে হামলার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।