ইরানের ইয়াজদ শহরে একটি চেকপয়েন্টে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩৫ পাকিস্তানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের ইয়াজদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (২১ আগস্ট) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইয়াজদ প্রদেশের রাজধানী ইয়াজদ শহরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের অন্যান্য শহরের বাসিন্দা।
পাকস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ব্রেক বিকল হয়ে বাসটি উল্টে যাওয়ার পর আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন, যারা ইরাকের কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর রওজার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এই দুঘর্টনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।