ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চার জনের প্রাণহানি এবং আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্র ছিলো ৪ দশমিক ৯।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইরানে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরও ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।