অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাকে লক্ষ করে গুলি করার অভিযোগ উঠেছে মেক্সিকান সেনাবাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ট্রাকটিতে থাকা ৩৩ জন অভিবাসীর মধ্যে ৬ জন নিহত ও আহত হয়েছে অনন্ত ১০ জন। বৃহস্পতিবার (৩ অক্টোবার) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুয়েতেমালা সীমান্তের প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) উত্তরে এ ঘটনা ঘটে। আহত হয় আর ১০ জন অভিবাসন প্রত্যাশী।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সেনাবাহিনীর একটি দল টহল দেয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক দ্রুত চলে যেতে থাকায় সেটিকে থামানোর চেষ্টা করা হয়। তবে নির্দেশ এড়িয়ে যাওয়ায় দুই সেনা কর্মকর্তা ট্রাকটিকে লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় গাড়িটিতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত ১২ জনের মধ্যে দুজন হাসপাতালে মারা যান। বাকি ১৭ জনকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকে থাকা অভিবাসন প্রত্যাশীরা মিশর, নেপাল, কিউবা, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে নিহতদের পরিচয় জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিষয়টি ফেডারেল প্রসিকিউটরদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে একটি সামরিক ট্রাইব্যুনালও তদন্ত চালাবে। তদন্ত চলাকালীন গুলিবর্ষণকারী সেনারা দায়িত্ব পালন করতে পারবেন না।












