ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। হামলা না চালানোর বিষয়ে মিত্রদেশগুলোর আহ্বান উপেক্ষা করেই ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী ও সরকার। বুধবার (১৭ এপ্রিল) জেরুজালেমে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে এমন কথা বলেন তিনি। খবর বিবিসির।
এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের হামলার জবাব দেয়ার বিষয়ে অন্যদের বাধা উপেক্ষা করে ইসরাইল নিজস্ব সিদ্ধান্ত নেবে। ইরানকে ছেড়ে না দেয়া হুমকি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।
এছাড়া, তৃতীয়দফা বৈঠক শেষে ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বুধবারের বৈঠকে পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়া হলেও কীভাবে এ হামলা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমগুলো।
ইরানের হামলার পরিপ্রেক্ষিতে বুধবার ইসরাইল সফর করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক। ইসরাইলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনার পর ডেভিড ক্যামেরন সাংবাদিকদের বলেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।
আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরাইল। দেশটি মনে করছে, এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই ইরানের এই হামলার জবাব দেওয়া দরকার। তবে, হামলার পরিকল্পনা বা সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমেরিকাকে এখনো কোনো সতর্কবার্তা দেয়নি তেল আবিব। আমেরিকার ধারণা, হামলার আগে এ বিষয়ে ওয়াশিংটনকে জানানো হবে।