মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল ভোটে এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দোদুল্যমান রাজ্যের ভোট গণনাতেও ট্রাম্পের শক্তিশালী অবস্থান ফুটে উঠেছে। পাশাপাশি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদেও এগিয়ে।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পেয়েছে ২৪৭টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে রয়েছে ২০৯টি ইলেক্টোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইন্ডিয়ানা, আলাবামা, কেন্টাকি, মিসিসিপি, আরকানসাস, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলাইনা, টেনেসি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ট্রাম্প এগিয়ে। এছাড়া সুইং স্টেট জর্জিয়াতেও ট্রাম্পের জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ডেলওয়ার, ইলিনয়, ভারমন্ট, নিউ জার্সিতে, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।