অধিকৃত পশ্চিম তীরে ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
অভিযানের সময় গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশটির সেনারা। এঘটনায় আরও অন্তত ৮০ জন গুরুতর আহত হয়েছে।
আজ (বুধবার) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তারা বলছে, তাদের সেনারা অধিকৃত পশ্চিম তীর শহরের উত্তাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উদ্দেশে টিয়ারগ্যাস ছুড়ছে। ফিলিস্তিনিরা ওই এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছিল। তারা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিল বলেও জানানো হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। নিহতদের বেশিরভাগই শিশু ও তরুণ। এছাড়া আরও অন্তত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।