আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকেরা জানাচ্ছেন, আরব দেশগুলোতে আগামী ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কম। সেটি হলে, এবার রোজা ৩০টি পূর্ণ হতে পারে। সেই হিসাবে আরবের দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে ৩১ মার্চ। বুধবার (১৯ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের মতে আগামী ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা একেবারেই নেই। কারণ হল, ওই দিনে চাঁদের অবস্থান এমনভাবে হবে যে, সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হবে না। তাই, এই দিনে চাঁদ দেখার দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি থাকবে না। তবে বিশ্বের কোথাও না কোথাও পরদিন রোববার ঈদুল ফিতর পালনের ঘোষণা আসতে পারে। কারণ সেসব স্থানে চাঁদ দেখার ক্ষেত্রে চিরায়ত পদ্ধতি ব্যবহার করা হয়।

এছাড়া, ২৯ মার্চ দুপুরে, মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো পশ্চিম আরব বিশ্বের কিছু জায়গায় আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণটি খালি চোখে দেখা যাবে এবং এটি নিশ্চিত প্রমাণ হিসেবে কাজ করবে যে, ওই সময় বা পরবর্তী সময়ে চাঁদ দেখা যাবে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, এই বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা বলে দাবি করা যৌক্তিক হবে না। এ ধরনের দাবি স্পষ্টতই ভুল হবে। কারণ এটি জ্যোতির্বিদ্যার বাস্তবতার বিরোধিতা।