দখলকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষের সময় গুলিবর্ষণের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
গুলি বিনিময়ের পর নিহতদের কাছ থেকে একটি এম-১৬ রাইফেল জব্দ করা হয়েছে বলে দাবি তাদের। অপর এক বন্দুকধারী আত্মসম্পর্ণের পর গ্রেপ্তার হয়েছে। আল-আকসা শহীদ ব্রিগেড নামের একটি সংগঠন দাবি করেছে, নিহতরা তাদের সংগঠনের সদস্য।
দিন দিন অঞ্চলটি ঘিরে উত্তেজনা বেড়েই চলছে। চলতি বছরে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে প্রায় ৮০ জন ফিলিস্তিনি ও ১৪ জন ইসরাইলি নাগরিক প্রাণ হারিয়েছে। নিহত ফিলিস্তিনিদের জঙ্গি বলে দাবি করে আসছে ইসরাইল। যদিও ফিলিস্তিনিরা বলছে, সংঘর্ষে জড়িত না থাকা নিরাপরাধ জনগোষ্ঠী ও তরুণদের হত্যা করেছে ইসরাইল।