অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এক ইসরাইলি বেসামরিক নাগরিক। নিহত ওই ফিলিস্তিনির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়েছে। ইসরাইল সেনাবাহিনীর মতে, হেব্রনের দক্ষিণে অবস্থিত তেনেহ ওমারিম নামের একটি ইহুদি বসতিতে ছুরিকাঘাতের চেষ্টা করে ওই ফিলিস্তিনি। পরে শুক্রবার তাকে গুলি করে হত্যা ইসরাইলের এক বেসামরিক নাগরিক।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণায়ে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম তীরে ইসরাইলি ‘দখলদারদের গুলিতে’ ২৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার নাম আলা কায়াসিয়াহ। অন্যদিকে, রামাল্লার উত্তর-পূর্ব দিকে দিনের পর দিন ফিলিস্তিনি ও বসতি স্থাপনকারীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এতে হতাহতের ঘটনা ঘটছে বলে জানিয়েছে ইসরাইলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা।

ইসরাইলের ব্রডকাস্টিং করপোরেশন দাবি করেছে, তখন সিনাগগে তাওরাত অবতীর্ণ হওয়া উপলক্ষে ইহুদিরা উপাসনায় মগ্ন ছিল। এ সময় এক যুবক ছুরি নিয়ে হামলার চেষ্টা করে। তখন এক ইসরাইলি নাগরিক তাকে হত্যা করে।

তারা আরো জানায়, এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী ওই যুবকের বসতিতে চিরুনি অভিযান চালায়। তারা বসতির সবাইকে কঠোরভাবে হুঁশিয়ার করে আসে।

এ যুবকের মৃত্যুর মধ্য দিয়ে দখলদার বাহিনী ও অভিবাসনকারীদের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫৭ জনে উন্নীত হয়েছে। নিহতদের মধ্যে শুধু গাজা উপত্যকারই রয়েছে ৩৬ জন। এছাড়া ২৬ শিশুও রয়েছে।