অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর পশ্চিম তীরে একটি ইসরাইলি ড্রোন দিয়ে গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় নিহত হয় তিনজন। ইসরাইলের যৌথ সামরিক-গোয়েন্দা বাহিনী হামলা পরিচালনা করে।

সংবাদমাধ্যমটি তিনজন নিহতের খবর দিলেও গাড়ির ভেতর আরও কেউ ছিল কিনা তা নিশ্চিত করেনি। এছাড়া নিহতদের বিষয়ে বিস্তারিত জানায়নি।

এক বিবৃতিতে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে তারা “সন্দেহজনক গাড়ির ভিতরে একটি সন্ত্রাসী সেল শনাক্তের পর এই হামলা চালায়। তাদের দাবি, গাড়িতে থাকা ফিলিস্তিনি নাগরিকরা জালামাহ শহরের সংলগ্ন একটি এলাকায় নাশকতা চালিয়েছিল।

জালামাহ, অধিকৃত পশ্চিম তীরের উত্তর প্রান্তে, জেনিন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যেখানে সোমবার ইসরাইলি অভিযানে সাত ফিলিস্তিনি নিহত হয়।