ইসরাইলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দাবি করেছে জাতিসংঘে ইরানের শান্তিরক্ষা মিশন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকের আকাশপথ দিয়ে ইরানের ওপর বিমান হামলা চালানোর অভিযোগ দেশটির।
স্থানীয় সময় শনিবার ভোররাতে ইসরাইলের হামলায় কেঁপে ওঠে ইরানের তেহরান, খুজেস্তান, কারাজ শহর। ইরানের বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরাইলের এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত বলে দাবি করেছে ইরান।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দাবিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে প্রায় ৭০ মাইল দূরে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইরাকি আকাশসীমা থেকে ইরানের বেশ কয়েকটি সামরিক ও রাডার সাইট আক্রমণ করেছে তেল আবিবের যুদ্ধবিমান।
একই অভিযোগ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি। তিনি বলেন, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল যুদ্ধবিমান। ইসরাইলের এমন আচরণকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে প্রকাশ্য এবং গোপন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হাৎজগ। ওয়াশিংটনকে তেল আবিবের ‘সত্যিকারের বন্ধু’ হিসেবে প্রশংসা করেন আইজ্যাক।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণেই ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালায়নি ইসরাইল। ইসরাইলের গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলা দিয়েই ইসরাইল-ইরানের বৈরিতার শেষ হবে বলে প্রত্যাশা করেন। প্রতিশোধ হিসেবে ইসরাইলে আর হামলা না চালানোর জন্য ইরানকে আহ্বান জানিয়েছে আমেরিকা।