ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শনিবার ( ১১ই মার্চ) আবারও দেশব্যাপী বিক্ষোভ করেছেন লাখো ইসরাইলি নাগরিক। মূলত নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেন প্রায় ৫ লাখ  মানুষ।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির সরকারের পরিকল্পনার বিরুদ্ধে টানা ১০ম সপ্তাহের মতো ইসরাইলজুড়ে লাখ লাখ লোক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বলেছে, এটি দেশটির ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ। তাদের মতে, শনিবারের বিক্ষোভে পাঁচ লাখ লোক অংশ নিয়েছে।

তবে ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে, এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ।

মূলত নেতানিয়াহু সরকার আগামী সপ্তাহেই বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার বিল পার্লামেন্ট উত্থাপন করার প্রস্তুতি নেয়ার প্রেক্ষাপটে বিক্ষোভ আরো জোরদার করা হয়েছে। রাজধানী তেল আবিবে প্রায় দু’লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। উত্তরাঞ্চলীয় নগরী হাইফায় ৫০ হাজার, আর বিরসেবায় অংশ নেয় ১০ হাজার লোক।

বিক্ষোভকারীরা জানিয়েছে, নতুন সরকার দেশটির গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি করছে বলেই বিক্ষোভে অংশ  নেয়া হয়েছে। এটি বিচার বিভাগের সংস্কার নয়। বরং এটা হলো পূর্ণ স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা। তবে সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তনই ভোটারদের জন্য ভালো।