ব্রাজিলে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থি নেতা লুলা ডি সিলভা। ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে আবারও ক্ষমতায় ফিরলেন তিনি। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা।

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটাভুটিতে দেশটির ক্ষমতায় থাকা জেইর বোলসোনারোকে হারান স্বল্প ব্যবধানে। এ নির্বাচনে ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন প্রেসিডেন্ট বলসোনারো।

নির্বাচনে জিতেই লুলা দা সিলভা বলেন, ব্রাজিলে গণতন্ত্র-শান্তি-সাম্যের সমাজ ফিরিয়ে আনতে কাজ করবেন তিনি। এর আগে ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটে লুলা ডি সিলভা পান ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩ দশমিক ৩ শতাংশ।

তবে নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

লুলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্রাজিলের বিভিন্ন শহরে উচ্ছ্বাসে ফেটে পড়ে তার সমর্থকরা। পথে পথে আনন্দ মিছিল করতে দেখা যায় সাধারণ মানুষকেও।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে লুলা নির্বাচিত হলেও আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করতে পারবেন তিনি।