ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। সেইসঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন।

এদিকে লেবাননের তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিক মিকাতি এ হামলায় যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর আগ্রাসন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ‘রক্তাক্ত বার্তা’ দিয়েছে।

এর একদিন আগে লেবাননের বৈরুতে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৬ জন। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার উপর হামলা বলে নিন্দা করেছেন।

লেবাননে এমন হামলার একদিন পরেই ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালালো হিজবুল্লাহ।