ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজধানী তেল আবিবের ‘হাসোমের’ নামের ওই ঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসোমোর ঘাঁটির বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়— এমন জায়গায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় ওই ঘাঁটিতে। আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলেও জানা যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।