ইসরায়েলের শেলের আঘাতে লেবাননে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মা ও তার ছেলে রয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে ওই হামলায় তাদের একজন সেনাও নিহত হয়েছে। হামাসের মিত্র ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে তাদের একজন যোদ্ধাও রয়েছে।
সংগঠনটি জানায়, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরাইলের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরাইলের সেনাবাহিনীরা জানিয়েছেন, লেবানন ও ইসরাইলে পাল্টা আক্রমণ চালানো হয়েছে এবং আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দুইটি রকেট প্রতিহত করেছে। লেবানন থেকে রকেট হামলার পর ইসরাইলের শহরগুলোতে সতর্ক সংকেতও বাজানো হয়।
বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যেকার সাত দিনের যুদ্ধবিরতি শেষে দক্ষিণ লেবাননের ইসরায়িল সীমান্তবর্তী হাওলা ও জেবায়েনে ইসরায়েলের ছোড়া শেলের আঘাতে তারা নিহত হয়েছেন।
সেনাবাহিনী আরও বলেছে, হিজবুল্লাহের রকেট ছুড়ার পর উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। যাতে বাসিন্দাদের আশ্রয়ের জন্য ছুটছে।