ঈদের খুশিতে মেতেছে দেশ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হলো। আর ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।
আজ বিনোদন পার্কগুলোতেও মানুষের বেশ ভিড়। বিভিন্ন ধরণের রাইড উপভোগ করছেন তারা। যারা ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাননি কিংবা ঈদের পর গ্রামের বাড়ি যাবেন তারা ঘুরতে এসেছেন।
অনেকেই আবার ঘুরতে বেড়িয়েছেন রাজধানীর র্পুবাচলের তিনশো ফিট ও ভাটারার একশো ফিট সড়কে। আবার অনেকেই ছুটে যাচ্ছে ঢাকার আশপাশের সবুজে ঘেরা রিসোর্ট গুলেতে। পরিবারপরিজন নিয়ে সবুজের সমারোহে ঘুরে বেড়াছেন তারা।