আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো রেলযাত্রীদের চাপ সামলাতে নানান সংকটের মধ্যেও রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সকাল-বিকাল সমানতালে কাজ চলছে। এবারের ঈদযাত্রায় ১০০টি কোচ সংযুক্ত করতে যাচ্ছে কারখানাটি। এরমধ্যে ৮৩টি ব্রডগেজ, ১৭টি মিটার গেজ কোচ।
শ্রমিকদের যেন দম ফেলার ফুসরত নেই দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানায়। নীলফামারীর সৈয়দপুরে কারখানার ২৯টি স্থানে দিনরাত চলছে পুরাতন কোচগুলোর মেরামত কাজ। কেউ কেউ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় কাজ করছেন।
শ্রমিকরা জানালেন, ঈদযাত্রায় ট্রেনে যাত্রীদের ভিড় বাড়বে। তাই অন্যান্য বছরের তুলনায় এবার তাদের কাজের চাপ বেশি।
১০০টি কোচের মধ্যে ৭০টি রেলের ট্রাফিক বিভাগে হস্তাান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, রেলওয়ে কারখানার সিনিয়ির উপ-সহকারী প্রকৌশলী।
ঈদে ঘরমুখো যাত্রীদের সেবায় দেশের বিভিন্ন রুটের রেলবহরে এই কোচগুলো যুক্ত হবে বলে জানান, কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান।
মেরামতের কাজ চলা ১০০টি কোচের মধ্যে ৮৩টি ব্রডগেজ এবং ১৭টি মিটার গেজ।