মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃত নথিবিহীন অভিবাসীদের মধ্যে ৮৪ জনই বাংলাদেশি। স্থানীয় সময় শনিবার ভোরে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুটি নির্মাণ সাইটে অভিযান চালায় পুলিশ।

দেশটির ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে নির্মাণ ভবনে ১৩০টি কন্টেইনারের মধ্যে আশ্রয় দেয়া হয়েছিল সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে। পরে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীদের আটক করা হয়। নির্মাণস্থলে আটকদের মধ্যে একজন ৪০ বছর বয়সী মালয়েশিয়ান ছিলেন যিনি অভিযানে আটক ৩০ জন চীনা নাগরিকের অনুবাদক বলে দাবি করেছিলেন। অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তাকে আটক করা হয়।

আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী- নিয়ম লঙ্ঘন, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও সেদেশে অবস্থান করা ও সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করার প্রমাণ পাওয়া গেছে।