কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ চার জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার ‘বাংলাদেশের প্রধান কমান্ডার’ও আছেন বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) ভোররাতে কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প ২০ এ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

র‌্যার আরও জানায়, আটকদের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশের প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান করিমুল্লাহ, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়ের বডিগার্ড আকিজসহ আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ ৪ জন রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।