কক্সবাজার উখিয়ায় পৃথক দুটি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উখিয়া কুতুপালং ৪ ও ২০ নম্বর ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তারা আরসা কমান্ডার বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ১৮ নম্বর ক্যাম্পের ২০/৩০ জন দুর্বৃত্ত ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ২০ নম্বর ক্যাম্পের মারকাজুল মসজিদে জড়ো হয়।

তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই জন।

এ সময় গোলাগুলিতে আরেক রোহিঙ্গা আবদুল্লাহ আহত হয়ে ক্যাম্পের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।