উজবেকিস্তানের কারাকালপাকস্তানে সরকার বিরোধী বিক্ষোভে ১৮ জন নিহত হয়েছেন। এতে আরো ২৪৩ জন আহত হয়েছেন। সোমবার (চৌঠা জুলাই) বিক্ষোভকারীদের ওপর এ হামলা চালানো হয়। এছাড়া নিরাপত্তাবাহিনীর কাছে আটক হয়েছে আরো ৫১৬ জন।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ নতুন অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে কারাকালপাকস্তানের স্বায়ত্বশাসিত অঞ্চলের মর্যাদা ও উজবেকিস্তান থেকে সেটির বিচ্ছিন্ন হওয়ার সাংবিধানিক অধিকার বাতিলের উদ্যোগ নেওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয় উত্তরপশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে। গত শুক্রবার কারাকালপাকস্তানের প্রাদেশিক রাজধানী নুকুসে বিক্ষোভকারীরা স্থানীয় সরকারের বিভিন্ন কার্যালয় দখলের চেষ্টা করে, এ সময় ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়ে তাদের।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে উজবেকিস্তানে স¤প্রতি যে মাত্রার বিক্ষোভ হয়েছে, গত দুই দশকের ইতিহাসে এমন বিক্ষোভ দেখেনি এশিয়ার এই দেশটি।

গত শনিবার (দোসরা জুলাই) প্রস্তাবিত নতুন অধ্যাদেশ বাতিল করেছেন শাভকান মিরজিয়োয়েভ। পাশাপাশি কারাকালপাকস্তান জুড়ে আগামী ১ মাস জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।