ভারতের উড়িষ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। স্থানীয় সময় সোমবার (১৫ই এপ্রিল) রাত ৯টার দিকে পুরী থেকে কলকাতা যাওয়ার পথে জাজপুর জেলার বারবাতীর কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাসটিতে ৫০ জনেরও মতো যাত্রী ছিলেন। জাতীয় সড়ক-১৬ ওপরের ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায়। খবর পেয়েই পুলিশ এবং দমকল বাহিনীর একটি দল বারবাটি সেতুর কাছে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এক্স বার্তায় তিনি লিখেছেন, ‘জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রিবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এসময় নিহতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেন তিনি।