দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সব বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উত্তরবঙ্গসহ সারা দেশে ট্রেন যোগাযোগ বাধাপ্রাপ্ত রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭:৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি আরো জানান, “বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে আনা হবে।”