অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদল এবং আকার বাড়ানো হয়েছে। তবে উপদেষ্টা পরিষদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সারজিস আলম। রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে অসন্তোষ প্রকাশ করেন সারজিস আলম।
এতে বলা হয়, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার উপর খুনী হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’
এর আগে রোববার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে বড় রদবদল হয়েছে। যুক্ত হয়েছেন নতুন তিন উপদেষ্টা। পুরোনো ছয়জনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে প্রধান উপদেষ্টার আরও তিনজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। সরকারি সূত্রের ভাষ্য, কাজে গতি বাড়াতেই এসব পরিবর্তন।