উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার (০৮ মে) শেষ হয়েছে ১৩৯টি উপজেলায় নির্বাচনী প্রক্রিয়া। ইতোমধ্যে বেশ কিছু উপজেলায় নির্বাচিত প্রার্থীদের বেসরকারিভাবে ফলাফল প্রকাশিত হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো:বাবুল শেখ দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে জয় পেয়েছেন কাপ পিরিচ প্রতীকের মনসুর আহমেদ খান জিন্নাহ। তিনি ৩৭ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোঃ আমিরুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ২৬০ ভোট।

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ২৭৭৩৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন হারুন মজুমদার।

প্রথম ধাপে বগুড়ার ৩ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ হলো, সোনাতলা উপজেলা পরিষদের এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, গাবতলী উপজেলা পরিষদের কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষাবীদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল।

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কামাল হোসেন রাজ (মোটরসাইকেল) ২২ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন টেলিফোন প্রতিক নিয়ে ১৯ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন। আমিনুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ২ হাজার ২৪২ ভোট পেয়েছে। ঘোড়াঘাট উপজেলায় ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে কাজী শুভ রহমান চৌধুরী (আনারস) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফলে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু (আনারস) ৪৯ হাজার ৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে পূনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএএম জাকারিয়া আলম (মোটরসাইকেল) প্রাপ্ত ভোট ১৩ হাজার ৩৩২ টি।

কক্সবাজার জেলার ৩ উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে সদরে নুরুল আবছার, মহেশখালীতে জয়নাল আবেদীন ও কুতুবদিয়ায় হানিফ বিন কাশেম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম চিলমারী পরিষদ উপজেলায় নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হলেন রোকনুজ্জামান শাহীন।

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচনে জয় পেয়েছেন আলিউজ্জামান চৌধুরী টিটো। তিনি আনারস প্রতীক নিয়ে ৩৮,৫৭৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতিকে ২৯০০ ভোট পেয়েছেন।