স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভরত গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা হাসপাতালে ফিরে গেছেন।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান পঙ্গু হাসপাতালের সামনে আসেন। তাদের দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন বিক্ষোভকারীরা।
সুচিকিৎসা, পূনর্বাসনসহ নানা দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই-আগষ্ট আন্দোলনের আহতরা। কারো চোখে ব্যান্ডেজ, কারো হাতে প্লাস্টার। অনেকে চেয়ার পেতে ভাঙা পা নিয়ে সড়কে বসে দাবি আদায়ে দেন নানা স্লোগান।
সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই আন্দোলন। এরইমধ্যে দুই দফায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এসে তাদের সঙ্গে কথা বলেন। দেন দাবি পূরণের আশ্বাস। কিন্তু তাতেও পিছু হটেননি আন্দোলনকারীরা।
পরে গভীর রাতে হাসপাতালে ছুটে আসেন আসিফ নজরুলসহ ৪ উপদেষ্টা। তারা এসময় নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তবে সমস্যা সমাধানের আশ্বাস দেন আইন উপদেষ্টা। আজ দুপুরে সচিবালয়ে আন্দোলনকারীদের সাথে বৈঠক করবেন তারা।
হাসপাতালে সিন্ডিকেট জটিলতাসহ নানা পরিস্থিতির কারণে আহতদের কাঙ্খিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা।
দাবি পূরণের আশ্বাসেরপর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।