উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সেমিফাইনালের প্রথম পর্বের খেলায়ড্র করেছে। প্রথমার্ধে স্রোতের বিপরীতে ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে রিয়াল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দারুণ জবাব দিয়ে সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনা। শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে ১-১। তাতে  মাদ্রিদে এসে জয়ের সমান এক সমতা নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা। রিয়ালকে ঘরের মাঠে রুখে গত মৌসুমে সেমিফাইনালে স্বপ্নভঙ্গের প্রতিশোধ নেয়ার পথ রচনা করেছে চলতি মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ডের স্বপ্ন বোনা ম্যানসিটি।

বার্নাব্যুর ভরা গ্যালারি আর গর্জনের সামনে শুরু থেকে বলের দখল নিয়ে কর্তৃত্ব করে খেলতে শুরু করে ম্যানসিটি। ম্যাচের তৃতীয় মিনিটে বেনজেমার দারুণ ব্যাকহিল পাস থেকে সাইডলাইন ধরে আক্রমণে যান ভিনিসিয়াস। তবে প্রতিপক্ষের বক্সের বাইরে গিয়ে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি।

অষ্টম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় সিটি। ডি-বক্সের বাইরে থেকে ডে ব্রুইনের জোরাল শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। ছয় মিনিট পর বক্সের বাইরে থেকে রদ্রির নিচু শটও ঝাঁপিয়ে ফেরান তিনি।

প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ছয়টি শট নেয় সিটি, যার চারটি ছিল লক্ষ্যে। অবশ্য প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো শটই নিতে পারেনি তারা।

৩৬তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। বাঁ থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনে। এরপর পাল্টাপাল্টি আক্রমণ চালিয়েও গোল করতে পারেনি তারা।

ফিরতি লেগের লড়াইয়ে আগামী বুধবার ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি।