উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় দিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। গতকালকের আগে চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল ছিল না রাফিনিয়ার। পার্ক দে প্রিন্সেসে খেলতে নেমে গোলখরাই কাটালেন না, সেই সঙ্গে করলেন জোড়া গোল। তার ঝলকের রাতে গোল পেলেন বদলি হিসেবে নামা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনও। আর তাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে জাভি হার্ন্দাদেজের বার্সেলোনা।

খেলার শুরু থেকেই বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলে নিজেদের ঘড়ের মাঠেই চাপের মুখে পড়ে পিএসজি। প্রথমার্ধের ৩৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৮ মিনিটে ডেম্বেলের গোলে সমতায় ফিরে পিএসজি। ৩ মিনিটের ব্যবধানে ভিতিনহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে, ৬২ মিনিটে রাফিনিয়ার দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফিরে বার্সেলোনা। ৭৭ মিনিটে ক্রিস্টেন্সেনের গোলে ব্যবধান বাড়ায় সফরকারিরা।

এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে ৩-২ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জাভি হারনান্দেজের দল।

অন্যদিকে, মাদ্রিদের সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোরে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ। দলের পক্ষে ১টি করে গোল করেছেন  রদ্রিগো ডি পল ও স্যামুয়েল লিনো।