সম্প্রতি আফগানিস্তানের একটি ভিডিও নিয়ে সারাবিশ্বে তোলপাড় হচ্ছে। দেশটিতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কাবুল থেকে আমেরিকান সামরিক বিমান সি-১৭-তে ঝুলে যাওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু উড্ডয়নের পর সেখান থেকে নিচে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন আফগান নাগরিক। যারা মূলত বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করেছিলেন।

আফগান বার্তা সংস্থা আরিয়ানা জানাচ্ছে, সেই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন আফগান জাতীয় ফুটবল দলের একজন! তারা আরও জানিয়েছে, বিমান থেকে পড়ে নিহত হওয়া সেই তরুণ ফুটবলারের নাম জাকি আনওয়ারি। এর সত্যতা নিশ্চিত করছে আফগান জাতীয় ফুটবল দল সম্পর্কিত একটি ফেসবুক পেজ।

এদিকে ফ্রান্স টুয়েন্টিফোরের রিপোর্টও বলছে, ঝুলে যাওয়ার চেষ্টা করে নিহত হওয়াদের একজন হচ্ছেন আনওয়ারি। জানা গেছে, আনওয়ারি আফগানিস্তানের যুব দলের খেলোয়াড় ছিলেন।

গত রবিবার দুপুরে তালেবানরা কাবুল দখল করলে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমাতে থাকে আফগান নাগরিকরা। তখনই আমেরিকান সামরিক বিমানে ঝুলে যেতে হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে।