প্রীতি ম্যাচে জাপানের ক্লাব উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। শনিবার (২৩শে জুলাই) পিএসজির জয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, পাবলো সারাবিয়া ও আরনো কালিমুয়েন্দো।

জাপান সফরে উরাওয়ার বিপক্ষে মেসিকে প্রথম একাদশে রাখেননি পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের, ছিলেন না নেইমারও। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মাউরো ইকার্দি এবং পাবলো সারাবিয়াকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন গালতিয়ের। ম্যাচের ১৬ মিনিটেই স্প্যানিশ ফরোয়ার্ড সারাবিয়ার গোলে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৭৬ মিনিটে লক্ষ্যভেদ করে ম্যাচ উরাওয়ার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান প্রথম প্রীতি ম্যাচে জয়সূচক গোল করা ২০ বছরের তরুণ আরনো কালিমুয়েন্দো।

৫৯ মিনিটে ইকার্দি এবং এমবাপেকে উঠিয়ে মেসি-নেইমারকে নামিয়েছিলেন গালতিয়ের। তবে এদিন মাঠে খুব একটা জ্বলে উঠতে পারেননি কেউ। অবশ্য প্রথম ম্যাচে একটি গোল পেয়েছিলেন মেসি। তবে নতুন মৌসুমে এখনো গোলশূন্য নেইমার।

আগামী সোমবার (২৫শে জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টায় জাপান সফরের শেষ প্রীতি ম্যাচ খেলবেন মেসি-এমবাপেরা, প্রতিপক্ষ গামবা ওসাকা।