রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চারদিনের স্থগিত পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নতুন সূচি অনুযায়ী পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/ হিসাববিজ্ঞান প্রথম পত্র/ যুক্তিবিদ্যা প্রথম পত্র ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু তা ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ১৭ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এমনকি বিকেল (২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/আরবি দ্বিতীয় পত্র/ পালি দ্বিতীয় পত্র। এ পরীক্ষা শুধু ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য।

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/ গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র ২২ জুলাই (মঙ্গলবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৭ আগস্ট (রোববার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

অন্যদিকে অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমম পত্র ২৪ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একইদিনে নেয়া হবে। তবে নতুন সূচি অনুযায়ী দেখা যায়, দুটি পরীক্ষা আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ