নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ই আগস্ট থেকেই শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমনানের পরীক্ষা শুরু হবে।
এসময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’
এসময় শিক্ষামন্ত্রী বলেন, এবার পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু আইসিটি বিষয়ে ৭৫ নম্বরে পরীক্ষা হবে। প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ই আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এদিকে, প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।