২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে বিজয়ের মাসের প্রথম দিনে আরেক বিজয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলো।

এদিকে, এই মামলার আসামি আব্দুস সালাম পিন্টুর ভাই সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারা ন্যায় বিচার পেয়েছেন, এই রায়ে তারা সন্তুষ্ট।

রোববার উচ্চ আদালতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি নেতারা।

প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিজয়ের মাসের প্রথম দিনে বিজয়ের খবর এসেছে। এতে করে প্রমাণিত হয় এই মামলায় খালেদা জিয়া, তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলো আওয়ামী লীগ। বিগত দিনগুলোতে ন্যায় বিচার পায়নি বিএনপি।

এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন খালাস পাওয়া আসামিদের স্বজনেরা।