দক্ষিণ আমেরিকায় ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। ১৭ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন একটি ম্যাচে। ঘটনাটি ঘটেছে বলিভিয়ায়। কোপা বলিভিয়ার শেষ আটে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে যেতে হলে ওরুরোকে জিততেই হতো, ওদিকে প্রথম লেগে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। তবে সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
বলিভিয়ান সংবাদমাধ্যম এল পোটোসি জানায়, রিয়াল ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োস প্রথমে সতীর্থদের বাধা সত্ত্বেও প্রতিপক্ষ খেলোয়াড়দের দিকে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তার সতীর্থ হুলিও ভিলা ঘুষি ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ওরুরোর কোচ মার্সেলো রোবলেদো রেফারি ও প্রতিপক্ষের কোচিং স্টাফের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে কাঁধ ও মাথায় চোট পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ জন পুলিশ সদস্য হস্তক্ষেপ করেন এবং এক পর্যায়ে টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হন।
এদিকে, সহিংসতা আরও ছড়ানোর আগেই ব্লুমিং কোচ মৌরিসিও সোরিয়া তার দলকে ড্রেসিং রুমে ফেরত পাঠান।
মাঠে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয় ফুটবলারকে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। সহিংস আচরণের জন্য গ্যাব্রিয়েল ভালভার্দে, রিচেট গোমেজ, ফ্রাঙ্কো পসে, রবার্তো মেলগার, সিজার রোমেরো এবং লুইস সুয়ারেজকে লাল কার্ড দেখানো হয়।












