সদ্য বিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২শ’ কোটি ডলারের বেশি। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯১১ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় ৮ শতাংশ। আর টানা চার মাসে রপ্তানি আয় ৫০০ কোটি ডলারের বেশি হলেও এপ্রিলে তা কমে ৪০০ কোটি ডলারে নেমেছে। বৈদেশিক আয় বাড়াতে রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা।
দীর্ঘ দিন ধরেই ডলার সঙ্কটে দেশের অর্থনীতি। প্রত্যাশিত লক্ষ্য অর্জন হচ্ছে না প্রবাসী আয় ও রপ্তানী আয়ে। ফলে বাড়ছে না বৈদেশিক মুদ্রার রিজার্ভও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে প্রবাসী আয় খানিকটা বেড়ে এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ডলার। যা মার্চে ছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার।
তবে প্রবাসী আয় কাঙ্খিত হারে বাড়ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। খোলা বাজারে মার্কিন ডলারের চাহিদা কমানোর উদ্যোগ নিতে বলেন তারা।
এদিকে, টানা তিনমাস প্রবৃদ্ধির পর এপ্রিল মাসে কমেছে রপ্তানী আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, এপ্রিলে রপ্তানি আয় এসেছে ৩৯১ কোটি ৬৯ লাখ ডলার। লক্ষ্য ছিল চারশো কোটি ৭০ লাখ ডলার। আর মার্চে এসেছিল ৫১০ কোটি ২৫ লাখ ডলার।
রপ্তানী আয়ে ইপিবির তথ্যে কিছুটা গড়মিলের কথা তুলে ধরেন এ খাতের ব্যবসায়ীরা। এছাড়া পণ্য উৎপাদন ও রপ্তানির নানা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান ব্যবসায়ীরা।
তবে এপ্রিল মাসে ঈদ হওয়ায় প্রবাসী আয় কিছুটা বেড়েছে আর ঈদের ছুটি থাকায় রপ্তানী আয় কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রবাসী আয়ের চিত্র ২০২৪
মাস পরিমাণ (মার্কিন ডলার)
এপ্রিল ২০৪ কোটি ৩০ লাখ
মার্চ ১৯৯ কোটি ৬৮ লাখ
ফেব্রুয়ারি ২১৬ কোটি ৬০ লাখ
জানুয়ারি ২১০ কোটি ১০ লাখ
সূত্র: বাংলাদেশ ব্যাংক
রপ্তানি আয়ের চিত্র ২০২৪
মাস রপ্তানী আয় (মার্কিন ডলার)
এপ্রিল ৩৯১ কোটি ৬৯ লাখ
মার্চ ৫১০ কোটি ২৫ লাখ
ফেব্রুয়ারি ৫১৮ কোটি ৭৫ লাখ
জানুয়ারি ৫৭২ কোটি ৪৩ লাখ