প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই কার্ড নয়, ফুল নয়, জানাই এফবি নিউজ ২৪৭ ডটকমের পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ ঈদ মোবারক! ঈদু-উল-ফিতর সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ চলুন আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি৷’

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে এফবি নিউজ ২৪৭ ডটকমের সকল গ্রাহক, পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ ঈদ মোবারক’৷

ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

শুভেচ্ছা

এফবি নিউজ ২৪৭ ডটকম এর সম্পাদক ও  প্রকাশক টিটন মালিক, চেয়ারম্যান নাঈম খান, কো চেয়ারম্যান ইশতিয়াক সিদ্দিক, সিইও আরশাদ আলী, নির্বাহী সম্পাদক মিদাত খান, আওলাদ হাওলাদার, ইমন করিম, সুমন বিশ্বাস, লিটন মজুমদারসহ নিউজ ব্যুরোর সকল কলাকৌশলী।