এবারের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয় পেয়েছে শ্রীলঙ্কা। ভারতের লখনৌতে নিজেদের চতুর্থ খেলায় শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। একানা স্টেডিয়ামে  শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে এদিন তারা সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান করে। জবাবে সাদিরা সামারাবিক্রমার ব্যাটিং দৃঢ়তায় ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। যা বিশ্বকাপের এবারের আসরে তাদের প্রথম জয়। টানা তিন ম্যাচ হারার পর জয়ের দেখা পেলো লঙ্কানরা।

ডাচদের ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুশাল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার পাথুম নিসাংকা ও কুসন মেন্ডিস। দশম ওভারে লঙ্কান অধিনায়ক সাজঘরে ফিরলেও দারুণ খেলে নিজের অর্ধশতক তুলে নেন নিসাংকা। দলীয় ১০৪ রান তিন উইকেট হারিয়ে হতাশায় পড়ে দলটি। তবে এমন অবস্থায় দলকে টেনে তুলেন সাদিরা সামারাবিক্রমা।

এই মিডেল অর্ডার ব্যাটারের ব্যাটে জয়ের পথে থাকে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে দলের জয়ের ভীত গড়েন সাদিরা। তাদের ৭৭ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় লঙ্কানরা। শেষ দিকে ডি সিলভাকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা। এই ডানহাতি ব্যাটারের ৯১ রানের ইনিংসে ৪৯তম ওভারে ৫ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

এর আগে নেদারল্যান্ডসকে লড়াই করার মতো পুঁজি এনে দেন সাত ও আট নম্বরে নামা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। টস জিতে ব্যাট করতে নামা ডাচরা কাসুন রাজিতার পেস-তোপে পড়ে ৯১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট ও ফন বিক। বিশ্বকাপ ইতিহাসে সপ্তম বা এর পরের উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এত দিন সর্বোচ্চ ছিল ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের কপিল দেব ও সৈয়দ কিরমানির অবিচ্ছিন্ন ১২৬ রানের জুটিটি।

সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট–ফন বিক

৮২ বলে ৭০ রানের ইনিংস খেলে এঙ্গেলব্রেখট আউট হন দলকে ২২১ রানে রেখে। আর নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ফন বিক ৭৫ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে রাজিতা ৪৯ রানে ৪ এবং দিলশান মাদুশঙ্কা ৫০ রানে ৪ উইকেট নেন।

শেষ পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কাকে জেতার জন্য সামারাবিক্রমার অপরাজিত ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ম্যাচসেরাও হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।