বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে আবারও চমক দেখালো আফগানিস্তান। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের পঞ্চম খেলায় আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এতে অষ্টমবারের মুখোমুখি দেখায় পাকিস্তানের বিপক্ষে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে জয়ের স্বাদ পেল এশিয়ার উঠতি দলটি।
২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটেই অনেকটা পথ এগিয়ে যায় আফগানিস্তান। দুজনেই পান ফিফটির দেখা। তাদের জুটিতে আসে ১৩০ রান। এর মধ্যে রহমানুল্লাহ গুরবাজ ৫৩ বলে ৬৫ রান করে শাহিনের বলে আউট হলেও ইব্রাহীম জাদরান ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে তার সেই লক্ষ্য পূরণ হয়নি। ১১৩ বলের মোকাবিলায় ৮৭ রান করে হাসান আলির শিকারে পরিণত হন তিনি।
দুই ওপেনার বিদায় নিলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি আফগানরা। বরং পরের দুইজন বাকি পথ অনায়াসেই পাড়ি দিয়েছেন। তিনে নামা রহমত শাহ ৮৪ বলে ৭৭ রান নিয়ে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এই প্রথম আফগানিস্তানের প্রথম তিন ব্যাটার ফিফটির দেখা পেলেন। আর অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি অপরাজিত থাকেন ৪৮ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক ও আবদুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে দেখেশুনে ব্যাট করে স্কোরবোর্ডে ৫৬ রান তোলেন।
তবে প্রথম পাওয়ার প্লের পরপরই বিদায় নেন ইমাম। ২২ বলে ২ বাউন্ডারিতে ১৭ রানেই থামে বাঁহাতি এই ব্যাটারের ইনিংস। ইমাম অল্পতেই বিদায় নিলেও ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার শফিক। কিন্তু মাইলফলক স্পর্শের পর ৫৮ রানেই থামেন তিনি।
এরপর ব্যর্থ হয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিলরা। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তবে সেঞ্চুরির আশা জাগিয়েও তার ব্যাট থেকে এসেছে ৭৪ রান।
শেষের দিকে ইফতিখার আহমেদ-শাদাব খানের জুটিতে আবারও নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ইফতিখার ও শাদাব সমান ৪০ রান করে করেছেন। তাদের দুর্দান্ত ফিনিশিংয়েই ২৮২ রানের লড়াই করার পুঁজি পেয়েছিল পাকিস্তান।