বলিপাড়ায়  একের পর এক বিতর্ক তৈরি করে চলেছেন উরফি জাভেদ। যখন যেমন ইচ্ছে পোশাক পরে হাজির হচ্ছেন যেখানে সেখানে। এবার নগ্ন হয়ে বিতর্ক ছড়ালেন উরফি। বুধবার (১১ই মে) একটি ভিডিয়ো পোস্ট করেছেন উরফি। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তিনি। বক্ষ ঢেকেছেন দু’টি নীল রঙের ঝিনুকে। উরফির লেখা থেকে জানা গেছে, সেই পোশাক তিনি নিজের হাতে তৈরি করেছেন। কোমরে পরেছেন গোলাপি রঙের স্বচ্ছ একটি ওড়না। কিন্তু কোনও অন্তর্বাস পরেননি উরফি জাভেদ।

তার পোশাক মানেই নতুন নতুন চমক। অধিকাংশ সময়ে তাকে খোলামেলা পোশাকে দেখা যায় বলে কম নিন্দা শুনতে হয় না। তবে এই প্রথম বার নগ্ন হয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। উরফির সেই ভিডিও পোস্টের মন্তব্য বাক্সে অনুরাগীরা নিন্দার ঝড় তুলেছেন। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে তিনি অন্তর্বাস না পরেই নগ্ন ভিডিও পোস্ট করেছেন।