ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হবে আগামী বছরের ২৬শে জানুয়ারি। সেই দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। আগামী ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে।

এর আগে গত জুলাইয়ে বাস্তিল ডে প্যারেডে যোগ দিতে ফ্রান্স সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে বিদেশী কোনো না কোনো রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আমন্ত্রণ জানায় ভারত সরকার। কিন্তু করোনার কারণে ব্যতিক্রম হয়েছিল কেবল দুই বছর, ২০২১ ও ২০২২ এ। ২০২৩ সালে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোবাইডেনকে। কিন্তু তিনি নিজের অপারগতার কথা জানিয়ে দিয়েছেন আগেই।

বাইডেনের পক্ষ থেকে ভারত সরকারকে জানানো হয়েছিল, জানুয়ারি মাসে তিনি দিল্লিতে আসতে পারবেন না। এমন পরিস্থিতিতে প্রধান অতিথি হয়ে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। এ আমন্ত্রণে সাড়াও দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

এর আগে গত জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তিল ডে প্যারেডে যোগ দিতে ফ্রান্স সফর করেছিলেন এবং সেসময় দুই নেতার দেখা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি অতিথি হিসেবে বাস্তিল দিবস উদযাপনের সেই আয়োজনে অংশ নিয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আমন্ত্রণে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ভারত এবং ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে মোদি সেসময় ইউরোপের এই দেশটিতে যান। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেছিলেন। ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে গত ১০ সেপ্টেম্বর দিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ ও মোদি।