ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্টমন্ত্রী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার সকালে নিউটাউন এলাকার একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট থেকে এমপি আনারের মরদেহ উদ্ধার করা হয়।
মন্ত্রী বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না। বাংলাদেশিরা খুন করেছে। আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে কিছুই জানাতে পারছি না এখন।
চিকিৎসা করাতে গত ১২ই মে বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি উত্তরের কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন। এরপর ১৩ই মে সেখান থেকে চিকিৎসার জন্য বের হন। কিন্তু এরপর থেকেই আনোয়ারুল আজিম আনারের কোন হদিস পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন গোপাল বিশ্বাস গত ১৮ই মে কলকাতার বরাহনগর থানায় একটি জিডি করেন। তিনি উল্লেখ করেন আনোয়ারুল আজিমের সাথে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। ১৩ই মে তার বাড়ি থেকে বের হওয়ার পর আনোয়ারুল আজিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কলকাতার পুলিশ জানিয়েছে, আনোয়ারুল আজিমের মোবাইলের শেষ লোকেশন মিলেছিল বিহারে। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয়েছিলে যে, তিনি নয়াদিল্লি গিয়েছেন। গত ১৩ই মে তিনি নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে উঠেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করেছে কলকাতার পুলিশ।