ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতায় গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।
আজ বৃহস্পতিবার পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট থেকে এমপি আনারের মরদেহ উদ্ধার করা হয়।
চিকিৎসা করাতে গত ১২ই মে বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি উত্তরের কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন। এরপর ১৩ই মে সেখান থেকে চিকিৎসার জন্য বের হন। কিন্তু এরপর থেকেই আনোয়ারুল আজিম আনারের কোন হদিস পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন গোপাল বিশ্বাস গত ১৮ই মে কলকাতার বরাহনগর থানায় একটি জিডি করেন। তিনি উল্লেখ করেন আনোয়ারুল আজিমের সাথে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। ১৩ই মে তার বাড়ি থেকে বের হওয়ার পর আনোয়ারুল আজিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কলকাতার পুলিশ জানিয়েছে, আনোয়ারুল আজিমের মোবাইলের শেষ লোকেশন মিলেছিল বিহারে। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয়েছিল যে, তিনি নয়াদিল্লি গিয়েছেন। গত ১৩ই মে তিনি নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে উঠেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করেছে কলকাতার পুলিশ।