ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (২৪ মে) বিকেলে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

ছোটবেলার বন্ধু হিসেবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে আগে যৌথভাবে স্বর্ণ চোরাকারবারির ব্যবসা করলেও এমপি আনোয়ারুল আজীম সম্প্রতি ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু গোয়েন্দাদের ধারণা, শাহীন তার বিনিয়োগ করা টাকা ফেরত নিতে গিয়েই হত্যার পরিকল্পনা সাজায়।

সেখানে শিলাস্তি রহমানের সহযোগিতায় আনারকে ভারত নেয়া হয়। সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে নিয়ে ভাড়াটে খুনী আমানুল্লাহ ওরফে শিমুল ও তার সহযোগীরা শাহীনের বিনিয়োগের টাকা ফেরত দিতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বালিশচাপা দিয়ে হত্যা করা হয় আনারকে।