চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে তারা। এদিন গোল পেলেন কিলিয়ান এমবাপে। সেই সঙ্গে দারুণ একটি রেকর্ডও করলেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ১০ ম্যাচে গোল করে রেকর্ড করলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।
এমবাপের গোল-রেকর্ডের দিনে জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে এমবাপের পিএসজি।
চোটের কারণে লিলের বিপক্ষে না খেললেও আজ শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। যদিও ম্যাচের প্রথমার্ধে তেমন একটা জ্বলে উঠতে পারেনি তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের এবং ম্যাচের ৫৮ মিনিটে মারকিনিওসের হেড থেকে আসা বল ভলি করে জালে পাঠান এমবাপ্পে।
এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে এটি তার ৪৪তম গোল। নিজেদের জয় নিশ্চিত করতে ৭০ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী বারকোলা। এতে করে নিজেদের মাঠে শেষমেশ জয় দিয়েই ম্যাচের ইতি টানে পিএসজি।