চলতি মাসেই পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরুর আশা করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ শুক্রবার (১৫ই জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, সেতুর ওপর কাজের ক্ষেত্রে কিছু বাধা ছিল। শিগগিরই সেতু কর্তৃপক্ষের সাথে বৈঠক হবার কথা রয়েছে উলেখ করে এ মাসে কিংবা এই সপ্তাহেই সেতুর ওপর কাজ করার অনুমতি পাবার আশা প্রকাশ করেন মন্ত্রী।
নুরুল ইসলাম সুজন জানান, ঢাকা-ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ শতাংশ।
তিনি বলেন, এর মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ এগিয়েছে ৬৪.০৮ শতাংশ, মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৮০.০২ শতাংশ, ভাঙা থেকে যশোর পর্যন্ত ৯১ শতাংশ। পরিকল্পনা রয়েছে ২০২৩ সালের জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করার।