তেহরানে চলতি এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। সোমবার হতাশার দিনে বাংলাদেশকে আনন্দে ভাসান এই হাই জাম্পার।

২.১৫ মিটার ক্লিয়ার করে চীনের মা জিয়ার সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন তিনি। জাপানের রায়োচি আকামাতসু স্বর্ণ ও ইয়ুতো সেকো রৌপ্য জেতেন।

এই ইভেন্টে সোনা জিতেছেন জাপানের রিয়োচি আকামাতসু। তিনি লাফিয়েছেন ২.১৯ মিটার উচ্চতায়। ২.১৯ মিটার উচ্চতায় লাফিয়ে রুপা জিতেছেন জাপানেরই আরেক হাই জাম্পার ইয়োতো সেকো। বাংলাদেশের মাহফুজুর পেছনে ফেলেছেন চীন, ইরান, পাকিস্তান ও কাজাখস্তানের প্রতিযোগীদের।

একই দিনে দেশের দ্রততম মানব ইমরানুর রহমানের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। ইনডোর অ্যাথলেটিকসে টানা দুইবার স্বর্ণ জেতেননি কোনো দৌড়বিদ। সেটি হলো না। উল্টো এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার ইভেন্টে কোনো পদক পাওয়াই হলো না বাংলাদেশের। ফাইনালে চতুর্থ হয়েছেন তিনি।