বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ৩০তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো এর আহ্বায়ক এর দায়িত্ব পেলেন এফবিনিঊজ এর চেয়ারমযান নাঈম খান দাদন। এছাড়া চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সচিব এর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আকরাম হোসেন।
আসন্ন মেলা আয়োজন উপলক্ষে সম্প্রতি এক বৈঠকে ফেয়ার পরিচালনার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয় এবং কমিটি গঠন করা হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছেন এফবিনিঊজ এর সম্পাদক ও প্রকাশক টিটন মালিক, উপদেষ্টা কাদের সরকার, গোলাম মোর্শেদ, এম কে আলম, মোঃ কাওছার, মিঃ রাসেল, কে বাবু, ঈমন করিম, আমিন সিরাজী, উক্ত সংগঠনের পক্ষে মোঃ এবিএম মোস্তাফা, রফিকুল ইসলাম, আওয়াল দয়ান, মোঃ খেরশেদ, রেজা ইসলাম, সাহেদ, তানভির আহমেদ, আশফাক নোমান, দাউদ খান, নওশাদ পবন, এমরান জনি, ইসতিয়াক বাবু, সাইফুল্লাহ লেবু ও নাছের আহমেদসহ সকল শুভাকাঙ্ক্ষি।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ও ২৩শে ফেব্রুয়ারি মিরামার আঞ্চলিক পার্ক অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হবে।
গত ৩০ বছরের ঐতিহ্যবাহী এবং সাউথ ফ্লোরিডার বৃহৎ সামাজিক সংগঠন এশিয়া মহাদেশের দেশগুলির সমন্বয়ে এই মেলাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে গত ৩০ বছর ধরে ফেস্টিভালটি পালিত হয়ে আসছে।