জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান ও দোয়া মাহফিল। ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর উদ্যোগে  আজ শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাত টার সময়  (5th Element Indian Grill 1325 S Powerline Rd, Pompano Beach, FL 33069) আয়োজিত অনুষ্টানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বঙ্গবন্ধু’র ও ১৫ই আগস্টে তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়েছে।
নিবেদক, আউয়াল দয়ান সভাপতি ও মোহাম্মদ খোরশেদ সাধারণ সম্পাদক, ফ্লোরিডা ষ্টেট যুবলীগ।